বুলাওয়া: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে বুলাওয়েতে মাত্র আড়াই দিনেরও কম সময়ে জিতেছে নিউজিল্যান্ড। ইনিংস ও ৩৫৯ রানে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে কিউইরা। যা নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় কিউইদের। নিউজিল্যান্ডের আগের বড় জয়টিও ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০১২ সালে নেপিয়ারে ইনিংস ও ৩০১ রানে। এ ছাড়া এটি টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ জয়। তবে শুধু রানে তৃতীয় বড় জয়টি বাংলাদেশের দখলে। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানকে ৫৪৯ রানে হারায় টাইগাররা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারিয়েছিল তারা। দ্বিতীয় সর্বোচ্চ জয় অস্ট্রেলিয়ার, ২০০২ সালে দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়েছিল এক ইনিংস ও ৩৬০ রানের ব্যবধানে। নিউজিল্যান্ডের এই জয়টা এলো অস্ট্রেলিয়ার চেয়ে এক রান কমে (এক ইনিংস ও ৩৫৯ রানে)। জিম্বাবুয়ের বিপক্ষেই নিউজিল্যান্ডের রেকর্ডবুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংস শেষেই বিশাল জয়ের ভীত পায় নিউজিল্যান্ড। প্রথম দিন জিম্বাবুয়ে ১২৫ রানে অলআউট হয়ে যায়। পরে ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রাচিন রাবীন্দ্রার দেড় শ ছোঁয়া ইনিংসে ৩ উইকেটে ৬০১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। ৪৭৬ রানে পিছিয়ে থাকায় ইনিংস হার এড়াতে চাইলে দারুণ কিছু করে দেখাতে হতো জিম্বাবুয়ের ব্যাটারদের। যদিও এ যাত্রাতেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি জিম্বাবুয়ে। গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। জাকারি ফোকস, জ্যাকব ডাফি, ম্যাট হেনরিদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ফলশ্রুতিতে টানা দ্বিতীয় টেস্ট হেরে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে।