শিলিগুড়ি: কথা বলতে একটু সমস্যা আছে, কিন্তু তা বলে তার জনপ্রিয়তা এবং কাজ দেখে একেবারেই বোঝা যাবে না। এমনটাই নেতাজি কেবিনের জ্যোতিষ বর্মন। নেতাজি কেবিনের মালিকের অত্যন্ত কাছের এই জ্যোতিষ বর্মন। ৩০ বছর ধরে আছে, বর্তমান মালিক প্রণব বাবুর বাবার আমল থেকেই আছে। একেবারেই কথা বলতে পারেনা, ঠিকমতো বুঝতেও পারেনা। কিন্তু সবার নয়নের মনি এই জ্যোতিষ বর্মন। মালিকের অত্যন্ত আদরের এবং অত্যন্ত কাছের। প্রণব বাবু আরো জানালেন শুধু আমার না এখানে যত লোক আছে, সবার কাছে সমান জনপ্রিয়। একেবারে কথা বলতে না পারার জন্য বুঝতে অসুবিধা হয় ঠিকই তবে তার জন্য তার জনপ্রিয়তা একটুও ভাটা পড়েনি। প্রণব বাবু আরো জানালেন ওর বয়স পঞ্চাশের বেশি হয়ে গেছে, কিন্তু ওর স্বভাব চরিত্র বাচ্চাদের মত। তাই হয়তো ও আমার কাছে একটু বেশি প্রিয়। নেতাজি কেবিনে ওর পরিবার ওর সংসার। আমি ওকে ওইভাবেই দেখি। শুধু তাই নয় প্রণববাবুর পরিবারের কাছেও জ্যোতিষ প্রমাণ প্রিয়। যেই আসে নেতাজি কেবিনে খেতে সবাই ওর কথা জিজ্ঞাসা করে। আর আমার ভালো লাগে ওকে মানুষ দেখে রাখে। হাসিখুশি ছেলে, সৎ ছেলে আমি চাই ও এভাবেই চলুক। ও এভাবেই আসুক। যাতে ও কিছুটা হলেও ভবিষ্যতের জন্য নিজের জীবনকে সুরক্ষিত রাখতে পারে। আর এটা হলেই আমি খুশি হব, জানালেন প্রণব বাবু।