৬৫ লক্ষের নাম বাদ, কমিশনের কাছে জবাব তলব

IMG-20250806-WA0074

কয়েক দিন আগেই বিহারের বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই খসড়া ভোটার তালিকা ৬৫ লক্ষের নাম বাদ পড়েছে। সেই নিয়েই নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। কেন বাদ দেওয়া হল এত ভোটারের নাম, কারাই বা বাদ পড়লেন, সেই বিষয়েই জবাব তলব করেছে শীর্ষ আদালত। এই ৬৫ লক্ষ বাদ পড়া ভোটার সম্পর্কে বুধবার সুপ্রিম কোর্ট লিখিত আকারে তথ্য চাইল কমিশনের কাছে। ১ আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আগের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। এই নামগুলি কেন বাদ দেওয়া হয়েছে, বুধবার তার পূর্ণ বিবরণ প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ বা এডি আর। সংগঠনের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চের সামনে বিষয়টি তুলে ধরেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া চেয়েছে বেঞ্চ। মামলাকারী পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে সওয়াল করেন, “খসড়া তালিকা সম্পর্কে বলা হয়েছে, ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই ৬৫ লক্ষ নামের কোনও তালিকা দেওয়া হয়নি। সেখানে বলা হচ্ছে, ৩২ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন। কিন্তু এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। এই ৬৫ লক্ষ কারা, কারা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত— এই তথ্য তাদের প্রকাশ করা উচিত।” বিচারপতি কান্তও জানান, নিয়ম অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা কমিশনের।
অন্য দিকে কমিশন জানায়, রাজনৈতিক দলের প্রতিনিধিদের যে সেই তথ্য দেওয়া হয়েছে, তা তারা দেখাতে পারবে। সে কথা শুনে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই সংক্রান্ত বিষয়ে কমিশনের ব্যাখ্যা আদালতে জমা করতে হবে। কোন কোন রাজনৈতিক দলকে এই তথ্য দেওয়া হয়েছে, তা আদালতে জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি কান্ত। আগামী ১২ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার মধ্যে কমিশনকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement