বাবাসাহেব আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধণা

IMG-20250805-WA0067

সম্প্রতি আম্বেদকর কালচারাল কলেজ, নিউ বারাকপুর পিপলস্ এডুকেশন সোসাইটি (গভঃ রেজিঃ) ও আম্বেদকর ফাউন্ডেশন (গভঃ রেজিঃ) উদ্যোগে বাবাসাহেব আম্বেদকর স্মরণে সারাদিনব্যাপী এক সংস্কৃতিক অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধণা ও বিশেষ আলোচনা আয়োজন করা হয়েছিল নিউ বারাকপুরে। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন মানবতার ঠাকুর শ্ৰী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী। অনুষ্ঠানে বাবাসাহেব আম্বেদকর শান্তি সম্মান পরিব্রাজক গৌতম বিশ্বাসকে অর্পণ করা হয়। অনুষ্ঠানের আহবায়ক ও আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস মহাশয় পরিব্রাজক সাহিত্যিকের গলায় উত্তরীয় ও মাথায় শিরস্তান পরিয়ে সম্মানিত করেন। সেই সঙ্গে বরেণ্য সাহিত্যিকের হাতে উপহার তুলে দেন একটি স্বর্ণপদক এবং স্বর্ণাক্ষরে লেখা মানপত্র ও একটি মেমেন্টো।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement