লোকসভায় তৃণমূলের নেতা হবেন অভিষেক

IMG-20250804-WA0162

কলকাতা: তৃণমূল সোমবার দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের নেতা হিসেবে মনোনীত করেছে। অভিষেকই লোকসভায় তৃণমূলের নেতা হবেন। দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রের খবর, ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ ব্যানার্জি কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হবেন। সূত্রের খবর, অসুস্থতার কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত দলের সাংসদদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা ও রাজ্যসভা উভয় দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement