পরিযায়ীদের হেনস্থার প্রতিবাদে আন্দোলনের ডাক

IMG-20250804-WA0110

কলকাতা: ভিনরাজ্যে বাঙ্গালীদের হেনস্তার প্রতিবাদে কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে ৪৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেলে এক পথসভার আয়োজন করা হয়। পথসভার নেতৃত্বে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মোনালিসা ব্যানার্জি। বাংলা ভাষা এবং বাঙ্গালীদের উপরে আক্রমণ আমরা কখনো মানবোনা। বিজেপির বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এদিন এই কথাগুলি বলেন তৃণমূল নেতা তথা তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি আরো বলেন, বাংলাভাষীদের উপরে নির্যাতন কে তীব্র নিন্দা করছি। এই ভাষার উপর যারা আক্রমণ শোনাবে তাদের রেয়াত করা হবে না। সকল ভাষা ও ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চাওয়া নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই অধিকারের উপর আঘাত আসছে। নিজস্ব মাতৃভাষা ব্যবহার করার জন্য নির্যাতনের শিকার হতে হচ্ছে বাঙ্গালীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বিজেপির এই সীমা অতিক্রম করার বিরুদ্ধে গর্জে উঠেছেন। দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা এবং বাঙ্গালীদের বিভিন্নভাবে হেনস্তার স্বীকার হতে হচ্ছে। এই দেশের বহু রাজ্যে বাংলা ভাষার আলাদা গুরুত্ব রয়েছে। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার প্রধান ভাষা বাংলা। অসম ঝাড়খণ্ড এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দ্বিতীয় প্রচলিত ভাষা। এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে চিঠির মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী কে সকল পথচারীদের চিঠি লেখার ব্যবস্থা করা হয়। প্রথমে কুনাল ঘোষ চিঠি লিখেন। পাশাপাশি ছবির মাধ্যমে মাতৃভাষাকে অধিকারের সম্মানে প্রতিবাদের বার্তা দেওয়া হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement