দিনহাটা: পৃথিবীকে উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি আরো বেশি করে গ্রামের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে নানাভাবে সচেতনতা কর্মসূচি। কোচবিহার জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতগুলিকে আগামী ১৫ ই আগস্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে কোচবিহারে পুরস্কৃত করা হবে বলেও জানা গিয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে দিনহাটা ১ ব্লকের পুটিমারি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় নাটকের পাশাপাশি নানা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃহস্পতিবার এই কর্মসূচি হয়। এদিন এই সচেতনতামূলক নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কর্মসূচি শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি রায় বর্মণ, গ্রাম পঞ্চায়েত সদস্য উমা অধিকারী, সেলিমা খাতুন বিবি, নির্বাহী সহায়ক রূপকান্ত রায়, নির্মাণ সহায়ক ভাস্কর মজুমদার, সচিব জয়দীপ রায়, সমাজকর্মী রানা দাস, নুরুল হুদা প্রমূখ। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে খালিশা গোসানিমারি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করেন। পাশাপাশি প্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকারক দিকগুলি ও দিন নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি বলেন,”গ্রাম পঞ্চায়েত এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। পরিবেশকে সুন্দর করে তুলতে গ্রাম পঞ্চায়েত এলাকায় যাতে আমরা প্লাস্টিক ব্যবহার বন্ধ করি সেটাই আমাদের উদ্দেশ্য। এই লক্ষ্যে এ দিন সচেতনতা কর্মসূচি হয়। আগামীতে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হবে।