মধ্য হলদিবাড়িতে বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুপারি বাগান

Screenshot_20250801_145826_Google

কামাখ্যাগুড়ি: বুনো হাতির তাণ্ডবের ঘটনা ঘটল কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্য হলদিবাড়ি গ্রামে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে বুনো হাতি মধ্য হলদিবাড়িতে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। হাতি এলাকার বাসিন্দা মঙ্গলচাঁদ বর্মনের সুপারি বাগান তছনছ করে দেয়। বিষয়টি নিয়ে বন বিভাগের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ক্ষতিগ্রস্ত ওই বাসিন্দা। হাতির হামলায় গ্রামে ক্ষয়ক্ষতি হলেও বন বিভাগের কেউ ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে আসেনি বলে অভিযোগ। মঙ্গলচাঁদ বর্মন বলেন, ‘অনেক কষ্ট করে সুপারি গাছ গুলি লাগিয়েছিলাম। কিন্তু হাতি তা শেষ করে দিল।’ এদিকে এলাকার বাসিন্দারা চাইছেন, হাতির হামলা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিক বন বিভাগ। বন বিভাগের ভল্কা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মন বলেন, ‘হাতি বা অন্য কোনও বন্যপ্রাণী লোকালয়ে ঢুকলে সাধারণ মানুষ যদি আমাদের খবর দেন, তাহলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে থাকি। এর জন্য আমাদের রেঞ্জের ভ্যান টহলদারি চালায়। রেঞ্জের অন্তর্গত বিট গুলিতে টহলদারি ভ্যান রয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement