মহিলাদের ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধে এন্ড-ও-চেক স্ক্রিনিং

IMG-20250730-WA0160

ডিম্বাশয়ের ক্যান্সার মহিলাদের শরীরে নিঃশব্দে আঘাত হানে। ৪৫ উর্দ্ধ মহিলাদের প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের জন্য বেসরকারি অ্যাপোলো হসপিটাল ক্যান্সার সেন্টার চালু করল এন্ড-ও-চেক স্ক্রিনিং পদ্ধতি। চিকিৎসকরা জানান, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে প্রায়ই অপ্রত্যাশিত রক্তপাত অথবা তলপেট থেকে নিঃসরণের মতো উপসর্গগুলি দেখা যায়, তবুও বহু মহিলা এই লক্ষণগুলিকে গোড়াতে জানাতে চান না, যার ফলে রোগনির্ণয় করতে দেরি হয় এবং খারাপ পরিণতি পরিলক্ষিত হয়। বুধবার হাসপাতালে সাংবাদিক বৈঠকে গাইনি অঙ্কলজি ও রোবোটিক সার্জেন সিনিয়ার কনসাল্টেন্ট চিকিৎসক সুব্রত দেবনাথ, রেডিওলজি বিভাগের কনসাল্টেন্ট ডাঃ রাশমি চাঁদ, পূর্বাঞ্চলের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর ডাঃ সুরিন্দর সিং ভাটিয়া, গাইনি অঙ্কলজি ও রোবোটিক সার্জেন ডাঃ মনিকা মীনা, গাইনোকলজি কনসালটেন্ট ডাঃ রূপশ্রী দাসগুপ্ত।
চিকিৎসক দেবনাথ বলেন, “ ৪৫ বছরের বেশি মহিলাদের মধ্যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের প্রবণতা বেড়েছে, তাই প্রাথমিক স্তরে রোগনির্ণয় গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী পরিসংখ্যানে দেখা যায় যে স্থানীয়ভাবে হওয়া রোগের জন্য প্রায় ৯৬% হারে পাঁচ বছরের জন্য বেঁচে থাকা যায়। তবে, রোগনির্ণয়ে দেরি হলে বেঁচে থাকার হার যথেষ্ট পরিমাণে কমে যায়, যা সময়মতো রোগনির্ণয়ের গুরুত্বের কথা। ঝুঁকির প্রধান কারণগুলির মধ্যে রয়েছে স্থূলতা, ডায়াবেটিস, সময়ের আগে রক্তস্রাব, আর পলিসিস্টিক ওভারি সিন্ড্রম (PCOS)। এই সবগুলোই ভারতীয় মহিলাদের মধ্যে আরও বেশি করে লক্ষ্য করা যাচ্ছে।”
চিকিৎসক দাশগুপ্ত বলেন, ৪০/৪৫ বছরের মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক ও রক্তপাত বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক স্তরে যদি এই স্ক্রিনিং পদ্ধতিতে রোগ নির্ণয় করা যায় তবে সার্জারি না করেও সমাধানের পথ তৈরী হবে। রোবোটিক সার্জারির মাধ্যমে ডিটেকশন ও বায়াপসির মাধ্যমে রোগ চিহ্নিত করণ সম্ভব। নয়া স্ক্রিনিং পদ্ধতিতে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মত।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement