কলকাতা: আগামী মাসে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরে বহু বছর পর দর্শকের সামনে আসবেন দেব ও শুভশ্রী জুটি। এই ছবি নিয়ে তাই তাঁদের দু’জনের ভক্তমহলে এক আলাদা উন্মাদনা রয়েছে। এই ছবির প্রথম মুক্তিপ্রাপ্ত গান ‘গানে গানে’ যা ইতিমধ্যেই হিট। ছবিতে এই গান দেব গেয়েছিলেন শুভশ্রীর জন্য। তবে এবার শুভশ্রী নন রুক্মিণীর জন্য এই গান গাইলেন সুপারস্টার, যা রিল লাইফে নয় রিয়েল লাইফেই। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রবিবাসরীয় বিকেলে টলিপাড়ার লাভি-ডাভি ডুয়ো দেব-রুক্মিণীকে একসঙ্গে। গাড়িতে যাওয়ার পথেই নিজের আগামী ছবি ‘ধূমকেতু’র হিট গান ‘গানে গানে’ গেয়ে উঠলেন দেব। রুক্মিণীকে ডেডিকেট করলেন এই গান। সুরে সুর মেলালেন রুক্মিণী নিজেও। একইসঙ্গে নজর কাড়ল দেবের আগামী ছবি ‘ধূমকেতু’-এর প্রচার কৌশল। উল্লেখ্য, নিজেদের যে কোনও নতুন ছবি মুক্তির আগে একে অপরের পাশে থাকেন তাঁরা। প্রচার করেন নিজের মতো করে সেই ছবির। নিজের মতোই বেছে নেন নতুন নতুন প্রচার কৌশল। এবারও তার ব্যতিক্রম নয়। তাঁদের ভালোবাসায় মোড়া নানা মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে উপচে পরে অনুরাগীদের ভালোবাসা। আগামী ১৪ আগস্ট দেব- শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি মুক্তি। সেই ছবিতে শুভশ্রীর জন্য এই গান গেয়েছিলেন দেব। তবে এবার তাতে হল কিছুটা বদল। যদিও পর্দার ‘বিনোদিনী’এর আগেই জানিয়েছিলেন হাসিমুখে “আমি নিজেও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছি।” উল্লেখ্য, সোশাল মিডিয়ায় ২৭ জুন রুক্মিণীর জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের একসঙ্গে। মাঝে দেবের নতুন ছবির শুটিংয়ের তুমুল ব্যস্ততা দেখা গিয়েছে। সেই ব্যস্ততা কাটতেই তাঁরা ফিরলেন স্বমহিমায়। প্রায় এক মাস পর সোশাল মিডিয়ায় দেখা দিলেন তাঁরা একসঙ্গে। উল্লেখ্য, এই মুহূর্তে দেবের তুমুল ব্যস্ততা। আগামী মাসেই বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ইতিমধ্যেই শুরু হয়ছে এই ছবির প্রচারপর্ব। সঙ্গে রয়েছে পুজোর ছবি ‘রঘু ডাকাত’ ও বড়দিনের ছবি ‘প্রজাপতি ২’ নিয়েও দেবের তুমুল ব্যস্ততা।