এবারে চুরি শিলিগুড়ির বিধান মার্কেটের একটি মোবাইল দোকান থেকে। দেওয়াল ভেঙে দেওয়াল ফুটো করে চুরি হয়ে গেল প্রায় লক্ষাধিক টাকার উপরে মোবাইল। আজ রোববার সেভাবে দোকান খোলা হয় না জানালেন দোকান মালিক, একটু দেরি করে খোলা হয় দোকান। দোকান খুলে দেখি এই অবস্থা , পিছনের দেওয়াল ভাঙ্গা মানে গর্ত করা, এবং সেখান থেকেই চুরি গেছে মোবাইল। রোববার থাকায় অন্যান্য কর্মচারীরাও সেভাবে দোকান আসেননি। দোকান মালিক এসেই দেখে ফোন করেন কর্মচারীদের, পরে পুলিশকে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। এবং সন্দেহ ভজন একজনকে আটক করে নিয়ে গেছে। তবে এলাকার মানুষজন জানিয়েছেন যারা চুরি করেছে বয়স্ক খুব একটা বেশি নয়। পুলিশ তল্লাশি শুরু করেছে, এলাকার মানুষজন জানিয়েছেন বহিরাগতদের সংখ্যা বেড়ে গেছে, এবং সাথে সাথে বাড়ছে অপরাধ। এখন দোকান বন্ধ করেও নিশ্চিত থাকা যায় না।