স্ত্রী মান্যতার জন্মদিনে তাঁকে ‘মা’ বলে ডেকে উঠলেন সঞ্জয় দত্ত

IMG-20250725-WA0143

৪৭-এ পা রাখলেন প্রাক্তন অভিনেত্রী ও সফল উদ্যোক্তা মান্যতা দত্ত। জন্মদিনের সকাল থেকেই সামাজিক মাধ্যম জুড়ে শুভেচ্ছার বন্যা। তবে সবচেয়ে বেশি আলো কেড়েছে তাঁর স্বামী তথা জনপ্রিয় বলি তারকা সঞ্জয় দত্তের লেখা এক আবেগঘন বার্তা। পাশে থেকেছেন দুই যমজ সন্তান শাহরান ও ইকরা, আর সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা দত্ত-ও জানিয়েছেন শুভেচ্ছা ও ভালবাসা।“তুমি আমার শক্তি, আমার পরামর্শদাত্রী”, মান্যতার জন্মদিনে সঞ্জয়ের খোলা চিঠি। সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে মান্যতা দত্তের সঙ্গে একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে সঞ্জয় দত্ত লিখেছেন, “শুভ জন্মদিন মা। আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ। তুমি আমার শক্তি, আমার ভরসা, আমার পরামর্শদাত্রী, আমার স্তম্ভ। ঈশ্বর তোমাকে শান্তি ও আনন্দে রাখুন। সবসময় তোমাকে ভালবাসি।” ছবিগুলিতে ধরা পড়েছে তাঁদের হাত ধরে হাঁটার মুহূর্ত, পরিবারের সঙ্গে হাসিমুখে তোলা ফ্রেম, ছুটি কাটানোর সময়ের অদেখা স্মৃতি।কেন নিজের স্ত্রীকে ‘মা’ বলে ডাকেন সঞ্জয় দত্ত? আসলে, এক সময়ে ছন্নছাড়া জীবন ছিল তাঁর। বিতর্ক পিছু ছাড়ত না। অন্ধকারের মধ্যে ডুবে ছিলেন। সেখান থেকে তাঁকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন মান্যতা। সুখের সংসার গড়ে তুলেছেন। আবার সঞ্জয় যখন ক্যানসার আক্রান্ত, তখনও তাঁর পাশে ছিলেন মান্যতাই। এই সব কিছুর জন্য স্ত্রীর উপর অগাধ ভরসা সঞ্জয়ের। তাই তাঁকে ‘মা’ বলে তাঁকে ডাকতেও দ্বিধা বোধ করেন না সঞ্জয় দত্ত।ত্রিশলা, শাহরান ও ইকরা—সবাই জানালেন ভালবাসা। সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার কন্যা ত্রিশলা দত্ত ইনস্টাগ্রাম স্টোরিতে মান্যতার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “শুভ জন্মদিন মান্যতা। আমি তোমাকে ভালবাসি।এদিকে, মান্যতা ও সঞ্জয়ের যমজ সন্তান ইকরা ও শাহরান-ও জন্মদিনে শেয়ার করেছে কিছু পুরনো ও আবেগঘন ছবি। পারিবারিক আবেগের ঢেউ স্পষ্ট তাঁদের প্রতিটি পোস্টেই। পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন একাধিক বলি তারকারাও। তালিকায় রয়েছেন শিল্পা শেঠি থেকে অনুরাগীরাও। সঞ্জয়ের পোস্টে মন্তব্য করে অভিনেত্রী শিল্পা শেঠি লেখেন, “হ্যাপি বার্থডে মানা! অনেক ভালবাসা, সুখ ও সুস্থতা কামনা করি।” অনুরাগীদের তরফেও এসেছে অজস্র লাল হৃদয় ও শুভেচ্ছাবার্তা, যা জানান দেয় মান্যতা কতটা জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। সঞ্জয় ও মান্যতার সম্পর্কের বিভিন্ন মুহূর্তের দিকে এক ঝলক ঘুরে তাকানো যাক -বিয়ে ও পরিবার: ১৬ বছরের বন্ধনে অটুট সঞ্জয়–মান্যতা। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন সঞ্জয় ও মান্যতা দত্ত।২০১০ সালের ২১ অক্টোবর তাঁদের পরিবারে আসে যমজ সন্তান শাহরান ও ইকরা।এখনও পর্যন্ত বলিউডের অন্যতম স্থিতিশীল ও শক্তিশালী দম্পতির তালিকায় উঠে এসেছে এই জুটি।কাজের ময়দানেও চুটিয়ে খেলছেন সঞ্জয় দত্ত -হাউসফুল ৫ থেকে ধুরন্ধর। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কমেডি সিনেমা ‘হাউসফুল ৫’-এ একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে সঞ্জয় দত্তকে। এবার তাঁকে দেখা যাবে অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর’-এ। এই ছবিতে রয়েছেন রণবীর সিং, আর মাধবন, অক্ষয় খন্না ও অর্জুন রামপাল। পরিচালনায় আছেন আদিত্য ধর।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement