দীর্ঘদিন ধরে নিয়োগে দুর্নীতি, স্বচ্ছ প্রক্রিয়ার অভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পথে নামা পশ্চিমবঙ্গের একাংশ চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারারা এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ চাইলেন চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। আর সেই কারণেই আগামী ২৮ জুলাই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ‘নবান্ন চলো’ অভিযান করতে চলেছে। পাশাপাশি তাঁরা এও জানান, ২৮ তারিখ নবান্ন চলো আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। এবারে যতক্ষণ না মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান হয়, আমরা নবান্নের সামনে অবস্থান করবো, রাস্তা থেকে কোনোভাবেই উঠবো না, প্রশাসন যেখানেই বাধা সৃষ্টি করবে সেখানেই আমাদের শান্তিপূর্ণ অবস্থান চলবে। এখনো অবধি ২৩ টি সংগঠন নবান্ন চলোতে অংশগ্রহণ করবেন। ২৮ শে জুলাই বেলা ১২ টার সময় হাওড়া স্টেশন থেকে নবান্নের অভিমুখে সকলে রওনা দেবে। চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য, ‘বছরের পর বছর আমরা ন্যায়সঙ্গত চাকরির দাবিতে আন্দোলন করে চলেছি। কিন্তু প্রতিবারই নিয়োগ দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি এবং স্বচ্ছতার অভাবে আমরা প্রতারিত হয়েছি। এবার চাই, মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুন, আমাদের কথা শুনুন এবং সমস্যার সমাধানে এগিয়ে আসুন।’
একইসঙ্গে তাঁরা এও জানান, এই কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা এবং আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধানের পথ খোঁজা হবে বলে জানান আন্দোলনকারীরা। তাঁদের কথায়, ‘গণতান্ত্রিক সরকারের প্রধানের কাছে বঞ্চিতের কণ্ঠস্বর শোনাতে চাই। তাই আমাদের আর্জি ২৮ জুলাই যাতে মুখ্যমন্ত্রী নবান্নে উপস্থিত থাকেন এবং আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন।’
এই প্রসঙ্গে তাঁরা এও জানান, বহু চাকরিপ্রার্থীর বয়স পেরিয়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছেন, আর যাঁরা এখনও সরকারি পরিষেবায় আছেন, তাঁরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে সরকার যদি তাঁদের সঙ্গে আলোচনায় বসে, তবে লাখো পরিবার নতুন করে আশার আলো দেখতে পাবে বলেই মত আন্দোলনকারীদের। ২৮ জুলাই চাকরিহারাদের কর্মসূচি ঘিরে কী পদক্ষেপ নেয় প্রশাসন, আর মুখ্যমন্ত্রী আদৌ আন্দোলনকারীদের মুখোমুখি হোন কিনা, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।