আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সি বা এআই নিরিখে নামী যে সব সংস্থা বিশ্বে কাজ করছে তাঁদের মধ্যে অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা সেলসফোর্স গ্ৰুপ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সঙ্গে এই সংস্থা মঙ্গলবার চুক্তি বদ্ধ হল। এদিন উপস্থিত ছিলেন সেলসফোর্সের ভাইস প্রেসিডেন্ট কমল কন্ত ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের গ্ৰুপ সিইও শঙ্কু বোস। এই চুক্তির বিষয়ে সেলসফোর্সের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক বছর এক হাজার শিক্ষার্থীকে আগামীর জন্য প্রস্তুত করে তোলা আমাদের লক্ষ্য। কৃষি ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের অগ্রগতি লক্ষ্য। পড়ুয়াদের সাহায্য করে ডিজিটাল ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি লক্ষ্য।”
মিঃ কন্ত বলেন, আমরা বিশ্বাস করি দেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যত নির্ভর করছে আমরা কতটা দক্ষতার সঙ্গে বিষয়টি তুলে ধরতে পারি। এই চুক্তিবদ্ধতা কেবল একটি স্কিল ডেভলপমেন্ট নয়, এআই যুগে শিল্প শিক্ষা সহযোগীতার রূপরেখা।
সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শঙ্কু বোস জানান, সেলসফোর্সের সঙ্গে চুক্তির ফলে এই উদ্যোগে আমরা এমন একটি প্রজন্ম তৈরী করছি যারা উদ্ভাবন করতে পারবে। যে কোনো পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে পাল্টাতে পারবে এবং খাপ খাইয়ে দ্রুত পরিবর্তন হতে থাকা বিশ্বে সফল হবে।
দুই কর্তাদের মত, বেসরকারি চাকরিতে প্রবেশের আগে নিজেকে উপযোগী করে তোলা প্রয়োজন। তার জন্য আধুনিক প্রযুক্তির উপর দখল বাড়ানোর উপর জোর দিতে হবে।