কামাখ্যাগুড়ি: ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল ‘চলো পাল্টাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থার ব্যবস্থাপনায় বুধবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে রক্তদান শিবির করা হল। আলিপুরদুয়ার জেলা হাসপাতালেষ ব্লাড ব্যাঙ্কের কর্মীরা শিবিরে রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়। আয়োজক সংস্থার তরফে রওশন আলি বলেন, ‘তীব্র গরম চলছে। এই সময়ে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা যায়। ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট মেটাতে আমার রক্তদান শিবিরের আয়োজন করেছি। শিবিরে মোট ২৩ জন রক্তদান করেছেন। সকলের সহযোগিতায় সুন্দরভাবে আমাদের রক্তদান শিবির সমাপ্ত হয়েছে।’