ভারতের অন্যতম সাহসী ও জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ আবার ফিরছেন তাঁর প্রথাভাঙা ছবির ঘরানার ধাক্কাধাক্কির ভাষা ও চাঁছাছোলা গল্প নিয়ে। তাঁর আগামী ছবি ‘বাঁদর প্রথমবারের মতো দর্শকদের সামনে আসবে ৫০তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং সানিয়া মালহোত্রা। সঙ্গে রয়েছেন সাবা আজাদ ও সাপনা পাব্বি। এই প্রজেক্টের প্রযোজক নিখিল দ্বিবেদী, যিনি এর আগে ‘বীরে দি ওয়েডিং’ এবং ‘সিটিআরএল’-এর মতো ছবি প্রযোজনা করেছেন।“সেই গল্প যা বলা উচিত নয়…” মঙ্গলবার ছবির অফিশিয়াল পোস্টার ও নাম সামনে আনলেন ববি দেওল নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন—“যে গল্পটা বলা উচিত ছিল না… তবু সেটাই এখন বলছি। কারণ আমাদের ছবি, যা বাস্তব ঘটনায় অনুপ্রাণিত, সেই ‘বাঁদর’ এবার অফিসিয়াল সিলেকশন হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার করছে। এই পোস্টারেই ফুটে উঠেছে ববির চোখ জ্বালানো, চূড়ান্ত আবেগময় এবং অন্তর্লীন অন্ধকারে ডুবে থাকা এক চরিত্রের ছবি, যা মুহূর্তে ভাইরাল হয়।আর তা দেখামাত্রই শুরু হয় ইন্ডাস্ট্রির তরফে শুভেচ্ছার বন্যা। সানি দেওল ভাইয়ের পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন হৃদয়ের ইমোজি ও থাম্বস আপ দিয়ে। বিক্রান্ত ম্যাসি লিখেছেন, “স্যার, অনেক অভিনন্দন ”, অভিনেত্রী পূজা হেগড়ে উত্তেজনা লুকোতে না পেরে লিখেছেন, “ববস”, দর্শন কুমার জানান, “আন্তরিক অভিনন্দন!ছবির প্লট ঘিরে রহস্য, কিন্তু অনুরাগ বলছেন, “চমকে দেওয়ার মতো সত্যি!” ‘বাঁদর’ ছবির গল্প এখনও সম্পূর্ণ প্রকাশ্যে না এলেও জানা যাচ্ছে, সত্য ঘটনায় অনুপ্রাণিত এই ছবি সমাজের এমন এক অন্ধকার অধ্যায়কে তুলে ধরবে, যা সচরাচর বলা হয় না। এটি হতে চলেছে অনুরাগ কাশ্যপের ঘরানার একটি ক্লাসিক ‘ধাক্কা-দেওয়া’ ছবি।এই ফেস্টিভ্যালে ভারতের আরও সিনেমা রয়েছে।
এই বছর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ভারত থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ ছবি যাচ্ছে, নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’ এবং রমেশ সিপ্পির কালজয়ী ছবি ‘শোলে’। প্রতিবছরের মতো এবারও টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ৩০টিরও বেশি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১৪ সেপ্টেম্বর।










