ক্যাপিটাল এক্সপ্রেস থেকে উদ্ধার ৫৬ জন যুবতী

girls-save-in-train-west-bengal-bihar

শিলিগুড়ি: এনজেপি স্টেশন এ গতকাল ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ৫৬ জন যুবতী কে উদ্ধার করল রেল পুলিশ। চাকরি দেবার নাম করে তাদেরকে পাচার করতে নিয়ে যাচ্ছিলো একটি চক্র। উদ্ধার হওয়া মেয়েরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদেরকে বলা হয়েছিল ব্যবস্থা করা হয়েছে। যাদের নিয়ে যাওয়া হয়েছিল একেবারে নিম্ন বিত্ত পরিবার থেকে উঠে আসা মহিলা। চাকরির আশায় সবাই রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছিলেন। একসাথে এতজনকে দেখে সন্দেহ হয় ওই ট্রেনের দুজন যাত্রীর। ওই ৫৬ জন মহিলার সাথে আরো দুজন মানুষকে দেখে সন্দেহ হয় তাদের। তখনই তারা খবর দেন রেল আধিকারিক কে। সঙ্গে সঙ্গে ছুটে আসে রেল পুলিশ। ওই দুজনকে জিজ্ঞাসা বাদ করতে শুরু করলে তারা সত্যি কথা বলে দেয়। ৫৬ জন মহিলাকে সাথে সাথে উদ্ধার করা হয়। এদের মধ্যে শিলিগুড়ির বাইরে বসবাস করেন। তারা জানান চাকরি দেওয়া হবে এই আশা দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement