১৭ বছরের ফারহানের নতুন কীর্তি

IMG-20250719-WA0077

লন্ডন: বয়স ১৭। এই বয়সেই বল হাতে একের পর এক কীর্তি গড়ে চলেছেন ফারহান আহমেদ। বিশেষ করে ল্যাঙ্কাশায়ারকে দেখলেই জ্বলে উঠছেন অফ স্পিনার। গত মরসুমে নটিংহ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। এ বার সেই দলের বিরুদ্ধেই হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিলেন। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসাবে এই দুই নজির গড়লেন তিনি। ফারহানের স্পিন বুঝতে পারছেন না ল্যাঙ্কাশায়ারের ব্যাটারেরা। তা প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা টি-২০। শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার। এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ স্পিনার। করেছেন হ্যাটট্রিকও। তাঁর দাপটের সামনে ফিল সল্ট, জস বাটলারদের মতো ক্রিকেটারও সুবিধা করতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। ১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করার নজির গড়েছেন ফারহান। জবাবে ১৫.২ ওভারে নটিংহ্যামশায়ার করে ৬ উইকেটে ১২৭। গত মরসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। প্রথম মরসুমেই নজর কাড়েন। ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement