দক্ষিণ ২৪ পরগনার নামখানার কাছে মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার মুখে পড়ল ছাইবোঝাই একটি বাংলাদেশী বার্জ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বাংলাদেশে ফেরার পথে নামখানার কাছাকাছি এসে কাকদ্বীপের নাদাভাঙ্গা এলাকায় মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবতে শুরু করে পণ্যবাহী বার্জ এমভি সোহান মালতি। বৃহস্পতিবার বিকেল নাগাদ বার্জটি একপাশে কাত হয়ে যায়। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বার্জের আটজন নাবিককে। তিন দিন আগে কলকাতা থেকে ছাই বোঝাই করে নিয়ে বাংলাদেশে ফিরছিল ওই পণ্যবাহী বার্জটি। ওই এলাকায় আসতেই জাহাজের নিচের অংশ ফুটো হয়ে যায়। ওই ফুটো দিয়ে ভিতরে জল ঢুকতে শুরু করে বার্জে। আট জন নাবিক ওই বার্জে ছিলো বলে জানা গিয়েছে। একই এজেন্সির আরেকটি বার্জ এমভি সুলতান সঞ্জিত ওই আটজন নাবিককে উদ্ধার করে তাদের বার্জে তুলে নেয়।এদিকে কাত হয়ে যাওয়া বার্জের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের চেষ্টা চলছে। তবে দূষণের আশঙ্কা আছে এমনই ভাবছেন পরিবেশ কর্মীরা।