বানারহাট: লরি উল্টে গুরুতর আহত চালক।রক্তে ভেসে যাচ্ছে শরীর! দ্রুত উদ্ধার করে একজনকে সঙ্গি করে বাইকে বসিয়ে ১০ কিঃমিঃ দূরে হাসপাতালে নিয়ে ছুটলো রাজু। ফের রাজু ইসলামের মানবিক রুপ দেখলো জনতা।খবর পেয়ে হাসপাতালে ততক্ষনে পৌঁছে গেছে ধূপগুড়ি পুলিশ। দ্রুত বাইক থেকে নামিয়ে চালকের চিকিৎসার ব্যবস্থা করা হল। চোট গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর চালককে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হল। এটাই তো আসল মানবিকতা।বুধবার রাত ৯ টা নাগাদ গয়ের কাটা থেকে ধূপগুড়ি গামী এশিয়িন হাইওয়ে ৪৮ এর উপড় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ে একটি ডলোমাইট বোঝাই লরি।গুরুতর আহত হন চালক।ঠিক তখন সেই পথ ধরে বাইকে করে ফিরছিল রাজু। গাড়ির কেবিন ভেঙ্গে ততক্ষনে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে চালক ও খালাসী।খালাসির চোট কম থাকলেও চালকের হাত বেয়ে রক্তের বন্যা। দ্রুত উদ্ধার করে। দু একটি ছোট গাড়িকে দাঁড় করিয়ে হাসপাতালে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে অন্য এক গাড়ির চালক কে সঙ্গি করে মাঝখানে আহত চালক কে বসিয়ে বাইক নিয়েই ১৪ কিমি দূরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে ছোটে রাজু।তার এই কাজ কে বাহবা জানিয়েছেন অনেকেই। প্রসঙ্গত,এই রাজু এর আগে ও ৬ জনের খুনি গ্যাং কে ধরতে পুলিশকে সহায়তা করে জেলা পুলিশের তরফে সংবর্ধিত হয়েছিল। ফের একবার রাজুর ভূমিকা খুশি সকলেই।