২৫ বছর ধরে বিনিয়োগকারীদের পরিষেবায় বন্ধন এএমসি

1688457424_HTXDMb_BandhanAMC

কলকাতা: ভারতীয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বিনিয়োগকারীদের পরিষেবা দেওয়ার ২৫ বছর উদযাপন করছে বন্ধন এএমসি। এই উপলক্ষে তারা ‘রাজু ভাইয়া কি কাহানি’ নামে একটি নস্টালজিক ফিল্ম লঞ্চ করেছে। যা প্রতিদিনের সঞ্চয় থেকে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগের গল্প তুলে ধরে।বন্ধন এএমসি স্বল্প ও মধ্যমেয়াদের ফান্ড, সরকারী সিকিউরিটিজ ফান্ড, ডায়নামিক বন্ড ফান্ড সহ বেশ কয়েকটি পণ্য নিয়ে এসেছে। তারা ওয়ান ইডিয়ট, রিটার্ন অফ ওয়ান ইডিয়ট, দত্তে রাহো, এবং বি স্মার্ট – স্টে ইনভেস্টেড-এর মতো প্রচারাভিযানের মাধ্যমে আর্থিক সচেতনতা ছড়িয়ে দিচ্ছে। কোম্পানি তার ১০০ তম শাখা চালু করেছে এবং তিনটি ভারত-কেন্দ্রিক তহবিল দিয়ে গিফট সিটিতে কার্যক্রম শুরু করেছে। এছাড়াও, কোম্পানিটি বেদার্থ চালু করেছে, যা হল সম্পদ সৃষ্টির প্ল্যাটফর্ম, তালিকাভুক্ত ইক্যুইটি এবং নির্দিষ্ট আয়ের সমাধান অনুযায়ী ব্যবহারকারীদের নির্দিষ্ট পণ্য অফার করে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement