শিলিগুড়ি: দুস্থদের অবৈতনিক প্রতিষ্ঠান আলোর দিশারী। মেয়র গৌতম দেব সব সময় উপস্থিত থাকেন আলোর দিশারীর যে কোন অনুষ্ঠানে। আজ আলোর দিশারীতে ছাতা এবং রেইনকোট প্রদান করলেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন আলোর দিশারী দুঃস্থদের জন্য এক নতুন আলোর সন্ধান দিচ্ছে। তাদের জীবনের এক নতুন দিশা দেখাচ্ছে। তাদের হাতে রেইনকোট এবং ছাতা প্রদান করে মেয়র গৌতম দেব জানালেন দুটোই প্রয়োজনীয়, তাই ওদের হাতে তুলে দিতে পেরে প্রচন্ড ভালো লাগছে। ওরা জীবনের নতুন দিকে এগিয়ে যাক এবং নতুন দিশা পাক নতুন অধ্যায় শুরু করবে, এই আশা রাখছি। ভবিষ্যতে ওরা জীবনে প্রতিষ্ঠিত হলে আমাদের চাইতে ভালো হয়তো আর কারো লাগবে না, বলে জানালেন মেয়র গৌতম দেব। জানালেন ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জিনিস ওদের প্রদান করা হবে। তাই ওদের জীবনের উন্নতি আমাদের একান্তই কাম্য।