দিনহাটা: দিনহাটা থানার পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চোখ পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। শনিবার দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে ” উৎসর্গ ” নামক স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রঞ্জিত মন্ডল, দিনহাটা মহকুমা পুলিশ অধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার ইসি জয়দীপ মোদক, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী সহ আরও অনেকে। বর্তমানে তীব্র দাবদহে রক্তের সংকট মেটাতে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার লায়ন্স ক্লাব ও কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোমের যৌথ উদ্যোগে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পিকে সাহা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক হিল্লোল কার্যী রোগীদের চিকিৎসা পরিষেবা দেন। উৎসর্গ কর্মসূচীতে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য চোখ পরীক্ষা ছাড়াও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। দিনহাটা হেমন্ত বসু কর্নারে দিনহাটা থানার পুলিশের ব্যবস্থাপনায় “উৎসর্গ” কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছিল। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলা পুলিশের এহেন উদ্যোগের প্রশংসা করেন।