শিলিগুড়ির বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের

IMG-20250711-WA0069

শিলিগুড়ি: শিলিগুড়ির বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির এক ব্যক্তি। বন্ধের দিনে তিনি উস্কানি দিয়ে গন্ডগোল তৈরি করার সৃষ্টি করছেন, এবং মানুষকে উত্তেজিত করছেন। শিলিগুড়ি থানায় বিধায়কের বিরুদ্ধে এফ আই আর দায়ের হয়। অবশ্য এ বিষয় নিয়ে বিধায়ক শংকর ঘোষ কিছু বলতে চাননি। গত বন্ধের দিনে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এই অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের, এই দিয়ে তৃণমূল কংগ্রেস এক সাংবাদিক বৈঠকও করেছিল। অবশেষে শিলিগুড়ির এক নাগরিক বিধায়কের বিরুদ্ধে শহরে উস্কানিমূলক কার্যকলাপ তৈরি করা, এবং শহরে উত্তেজনা সৃষ্টি করছেন বিধায়ক এটা নিয়েও মন্তব্য করেছেন। বিধায়কের বিরুদ্ধে এফআইআর করায় বিজেপিও মাঠে নেমে পড়েছে। বিজেপি জানিয়েছে তৃণমূল কংগ্রেস নিজেদের দোষ ঢাকতে গিয়ে এই ধরনের কার্যকলাপ তৈরি করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যেটা কোনদিন কোন ভাবেই মেনে নেওয়া যায় না। অবশ্য বিধায়ক কে ফোন করা হলে ফোনে কোন উত্তর পাওয়া যায়নি। শিলিগুড়িতে গত বন্ধের দিনে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। হাতাহাতি পৌঁছে যায় চরম আকারে। অভিযোগ সংকর ঘোষ নিজে এই ঝামেলার তৈরি করেছেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement