নাদনঘাট থানা পুলিশের তৎপরতায় একটি 40৭ গাড়িতে গরু সহ ধরা পড়লো চারজন।সকাল হতে না হতেই নাদনঘাট থানা পুলিশের বড়সড় সাফল্যের কথা জানা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই নাদনঘাট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছিল। পুলিশ বহু চেষ্টা করেও চোর ধরতে পারছিল না। এরই মধ্যে গতকাল রাতে ডিউটিরত অবস্থায় সন্দেহজনক ভাবে একটি ৪০৭ গাড়িকে যেতে দেখে গাড়িটিকে ধাওয়া করে বড়সড় সাফল্য পায় নাদনঘাট থানার পুলিশ। জানা যাচ্ছে গতকাল রাতে হেমায়েতপুর মোড়ে ডিউটিরত অবস্থায় রাত তিনটে নাগাদ একটি ৪০৭ (ডবলু বি ১৯জি ০২৪৫ গাড়িকে সন্দেহজনক ভাবে যেতে দেখে নাদনঘাট থানার এসআই ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং এস আই সমীর সাধু টহলদারি পুলিশ ভ্যান গাড়ি টিকে ধাওয়া করে। প্রায় সাড়ে তিনটে নাগাদ গোয়ালপাড়ার কাছে গাড়িটিকে তারা ঘিরে ফেলেন এবং একটি গরু সহ দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। বাকি চারজন পালিয়ে যায় বলে জানা যায়। এরপর নাদনঘাট থানার অফিসার ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সমীর সাধুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করেন। তাতেই আবারও সাফল্য পান। সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকা থেকে আরো দুজনকে ধরে ফেলেন তারা। ধৃত চারজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। ধৃতদের নাদানঘাট থানায় রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।