ময়নাগুড়ির বোলমারি এলাকায় এটিএম লুট, ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। আর রাত্রে বেলায় ঘটে যাওয়া এই ঘটনাকে নিয়ে এলাকার মানুষ প্রচন্ডভাবে খুদ্ধ হয়ে গেছেন। অনেকে জানিয়েছেন এতখানি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রশাসনের কাছ থেকে ন্যূনতম নিরাপত্তা পাওয়া যায় না। অনেকে রাতেও আসেন অথচ রাত হলেই অনেকে এটিএম সংলগ্ন এলাকা জুড়ে ঘোরাঘুরি করতে থাকেন। মেশিনের সামনে কোন নিরাপত্তা রক্ষী থাকে না বললেই চলে। ময়নাগুড়ি এবং তার আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে দিনের পরদিন ঘটে চলেছে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ। অথচ প্রশাসন নির্বিকার। গতকাল রাতেও এই ঘটনা ঘটেছে। ফাঁকা এটিএম পেয়ে কাজ হাসিল করে চলে যায় দুষ্কৃতীরা। পরে পুলিশ আসে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এই ঘটনা বারে বারে ঘটে চলেছে, অথচ প্রশাসন নির্বিকার। কোন রকমের অথবা কোন ধরনের পদক্ষেপ নেয় না প্রশাসন। এটিএম ভেঙে টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা আগেও ময়নাগুড়িতে ঘটে গেছে। দিনের পর দিন এই ঘটনা ঘটে যাওয়ায় বিরক্ত স্থানীয় প্রশাসন।