কলম্বো: একসময় সীমিত সংস্করণের অধিনায়ক ছিলেন দাসুন শানাকা। সঙ্গে তিন সংস্করণের নিয়মিত সদস্যও ছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। মাঝে অধিনায়কত্ব হারানোর সঙ্গে দলেও জায়গা হারিয়েছেন। সেই শানাকা এবার এক বছর পর টি-২০ দলে ডাক পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে নিজেকে আবারও প্রমাণের সুযোগ পাচ্ছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। শানাকার মতোই অপেক্ষা ফুরিয়েছে দিনেশ চান্ডিমালেরও। তবে সতীর্থর চেয়ে বেশি, ৩ বছর। সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ধর্মশালায় খেলেন ৩৫ বছর বয়সী ব্যাটার। দুই অভিজ্ঞ জায়গা পেলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দীর্ঘ সংস্করণ থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথউস সুযোগ পাননি। এছাড়া দরের নিয়মিত ব্যাটাররাই সুযোগ পেয়েছেন। পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন দলের নিয়মিত মুখ পেসার মাতিশা পাথিরানা। তার সঙ্গে আছেন আরেক ‘মালিঙ্গা’ নুয়ান তুষারাও। দুজনকে সঙ্গ দেবেন ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দোরা। স্পিনে থাকছেন মহীশ তিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুনিথ ভেল্লালাগে। দলের অধিনায়ক যথারীতি চরিত আসালাঙ্কা। তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে। বাকি দুই ম্যাচের একটি ডাম্বুলায়, ১৩ জুলাই। আর শেষ ম্যাচ হবে কলম্বোয়, ১৬ জুলাই। বর্তমানে দুই দল ওয়ানডে সিরিজে ব্যস্ত। ১-১ সমতার সিরিজটির শেষ ম্যাচ আগামীকাল পাল্লেকেলেতেই।