টোটোর ধাক্কায় মৃত্যু বছর সাতেকের বালকের

IMG-20241004-WA0117

দিনহাটা: স্কুলে আসার পথে টোটোর ধাক্কায় মৃত্যু হল বছর সাতেকের এক নাবালকের। শুক্রবার দুপুরে দিনহাটার ঝুড়িপাড়া সংলগ্ন পাকারমাথা এলাকায় এই ঘটনা ঘটে। দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া টোটো চলাচলের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এদিন এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ছাড়াও বৃহস্পতিবার দিনহাটা শহরের পাঁচ মাথার মোড়ে টোটোর ধাক্কায় আহত হয় এক সাংবাদিক। ঘটনার পরই ওই টোটো চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার্সরা শহরের গোসানিরোড এলাকা থেকে ওই টোটো চালককে আটক করে। যেভাবে টোটোর সংখ্যা প্রতিদিন বেড়ে চলছে এবং বেপরোয়া ভাবে চলাচল করছে তারপরও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অবিলম্বে টোটো চলাচলের লাগাম না টানলে এ ধরনের ঘটনা বাড়বে বলেই মনে করছেন অনেকে। এদিকে এদিন দিনহাটার পাকার মাথায় এলাকায় টোটোর ধাক্কায় মৃত ওই ছাত্রের নাম আব্দুল আজিজ। স্কুলে আসার পথে টোটো ধাক্কা ছাড়াও যাত্রীসহ ওই বাচ্চাটির উপর দিয়ে টোটো চালিয়ে দেওয়ায় ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে সে। এদিন স্কুলে আসার সময় পেছন থেকে ধাক্কা মারে একটি টোটো। ঘটনাস্থলেই সে রক্তাক্ত হয়ে পড়ে। এরপরেই তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে, টোটোটিকে আটক করেছে। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোটোর বেপরোয়া চলাচল বন্ধ করতে খুব শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement