উল্টো রথযাত্রায় জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ

IMG-20250705-WA0073

নববারাকপুর: দীঘা জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবার পৌঁছে গেল বিদ্যালয়ের পড়ুয়াদের কাছে। উল্টোরথযাত্রায় জগন্নাথধামের মহাপ্রসাদ বিতরণ করা হল নববারাকপুর কলোনী বয়েজ হাইস্কুলে পড়ুয়াদের। শনিবার সকালে নববারাকপুর পুরসভার ব্যবস্থাপনায় বয়েজ হাই স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির উপস্থিত পড়ুয়াদের মধ্যে জগন্নাথধামের ছবি সম্বলিত প্যাকেটে ক্ষীরের গজা ও প্যারা সন্দেশ বিলি করা হয় বিদ্যালয়ে প্রাঙ্গণে। মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদ্দার, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শুভদিপ দাস, পরিচালন সমিতির সদস্য সুজিত চন্দ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে প্রসাদ গ্রহণ করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement