শিলিগুড়ি: দিনের পর দিন শিলিগুড়িতে সে গেছে নকল লটারি বিক্রি। শিলিগুড়ির আশিঘর, নৌকা ঘাট, এবং বাগডোগরা এলাকায় দিনে রাতে বিক্রি হচ্ছে নকল লটারি। একেই নকল লটারি সর্বস্বান্ত করে দিচ্ছে সাধারণ মানুষকে, অন্যদিকে শিক্ষিত বেকার যুবকেরা লোভে পড়ে ফাঁদে পা দিচ্ছেন এই নকল লটারি চক্রান্তের সাথে জড়িত লোকেদের সাথে। মূলত রাতের অন্ধকারেই বেশি আদান-প্রদান হচ্ছে এই নকল লটারি বিক্রি। অন্ধকার এলাকা জুড়ে বিশেষ করে যেসব জায়গায় বেশি মানুষ চলাচল করে না সেইসব জায়গায় বিক্রি হচ্ছে এই নকল লটারি। শহর শিলিগুড়ির বুকে এইভাবে এই নকল লটারি ঠিকভাবে বাসা না করতে পারলেও, আশেপাশের এলাকাগুলিতে রমরমা বাজার এই নকল লটারির। হাতে একটু টাকা আসবে, আর ভালোভাবে বাঁচা যাবে এই আশা নিয়ে সর্বস্বান্ত হচ্ছেন এইসব এলাকার বেকার যুবকেরা। এই নকল লটারির সাথে জড়িত মূল চক্র বিহার থেকে এসে শিলিগুড়িতে নিজেদের আস্তানা গেড়েছে। জানা গেছে এইসব নকল লটারি আছে বাইরে থেকে, আর এর ফাঁদে পা দিয়ে দেয় এইসব এলাকার যুবকেরা। মূলত অভাব যাদের সঙ্গী, যুক্ত হয়ে পড়েন এই নকল লটারির ব্যবসায়। শিলিগুড়িতে চারদিক থেকে লোক এসে ঢোকে, আর বিভিন্নভাবে অসাধু কাজকারবার শুরু হয়ে যায়। যার অন্যতম এই নকল লটারি, এই ব্যবসা করে অনেকেই টাকা পয়সা দিয়ে বাইরে চলে গেছে। মাঝে কমেছিল, তবে আবার বেড়েছে এই ধরনের নকল লটারি বিক্রি। তবে পুলিশ এখন অনেকটাই সচেষ্টা হওয়ায় অনেকেই মনে করছে এইভাবে আর এই লটারি বিক্রি চারিদিকে বাসা বাঁধতে পারবে না।