কোচবিহার: সাউথ ক্যালকাটা ল কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে শামিল হল বিজেপি। কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে রবিবার এই কর্মসূচির পাশাপাশি অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়ক নিখিল রঞ্জন দে, অর্পিতা নারায়ণ, দিপা চক্রবর্তী প্রমুখ নেতৃত্ব। ওই ঘটনার প্রতিবাদে দুদিন আগেও কোচবিহার শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে দিন কোতোয়ালি থানার সামনের বিক্ষোভকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। পাশাপাশি এদিন একই ইস্যুতে কোচবিহার থানায় ঘেরাও কর্মসূচি তে অংশ নেয় কংগ্রেসের ছাত্র সংগঠন।
কোতোয়ালি থানা ঘেরাও প্রতীকী কর্মসূচি পালন করল কোচবিহার জেলা ছাত্র পরিষদের সদস্যরা। এদিন ওই ঘেরাও কর্মসূচি হয়।জানা গেছে মূলত সাউথ ক্যালকাটা ল কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের প্রতিবাদে কোচবিহার জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন ছাত্র পরিষদের একাধিক নেতৃত্ব গন রীতিমতো তারা রাস্তায় বসেই এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা একটি ডেপুটেশনে প্রদান করেন কোচবিহার কোতোয়ালি থানায়।