পন্থকে ডিগবাজি খেতে নিষেধ করছেন তাঁকে সুস্থ করে তোলা চিকিৎসক

IMG-20250629-WA0080

নয়াদিল্লি: শতরানের পর ঋষভ পন্থ ডিগবাজি খাওয়ায় খুশি নন তাঁকে সুস্থ করে তোলা চিকিৎসক দীনশ পারদিওয়াল। তাঁর মতে, এই ধরনের উল্লাসের কোনও প্রয়োজন নেই। ওই রকম ভয়াবহ দুর্ঘটনার পর পন্থের বেঁচে থাকাটাই আশ্চর্যের। পারদিওয়ালের মতে, নিজের শরীর নিয়ে আরও সতর্ক থাকা উচিত পন্থের। এক মাস আগে আইপিএলে গ্রুপের শেষ ম্যাচে শতরানের পর প্রথম ডিগবাজি খেতে দেখা যায় পন্থকে। পরে হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরানের পরেও ডিগবাজি খেয়ে উল্লাস করেন পন্থ। তাঁর এই ধরনের উল্লাস করা উচিত নয় বলেই জানিয়েছেন পারদিওয়াল। সংবাদমাধ্যমে তিনি বলেন, “ঋষভ ছোট থেকেই জিমন্যাস্টিক করে। তাই ওর পক্ষে ডিগবাজি খাওয়া কঠিন নয়। সেই কারণেই হয়তো এখন ও ডিগবাজি খেয়ে উল্লাস করছে। নিখুঁত ডিগবাজি খাচ্ছে। কিন্তু এটা অপ্রয়োজনীয়। কোনও দরকার নেই।” যে রকম দুর্ঘটনা থেকে পন্থ সুস্থ হয়ে উঠেছেন তাতে তাঁর নিজেকে ভাগ্যবান মনে করা উচিত বলে জানিয়েছেন পারদিওয়াল। তিনি বলেন, “ওকে বুঝতে হবে যে ওর বেঁচে থাকাটাই আশ্চর্যের। যে ভাবে ওর গাড়িতে আগুন ধরে গিয়েছিল, সেখান থেকে খুব কম মানুষ বেঁচে ফিরতে পারে। তবে হ্যাঁ, দুর্ঘটনার পর ঋষভ আরও পরিণত হয়েছে। ওর দর্শন বদলে গিয়েছে। যে মৃত্যুকে কাছ থেকে দেখেছে তার এই বদল আসাটা স্বাভাবিক। কিন্তু ওকে বুঝতে হবে যে আবার চোট পেলে মুশকিল। এ ভাবে ডিগবাজি না খেয়েও তো উল্লাস করা যায়।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement