কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, মদন মিত্রকে শোকজ

IMG-20250629-WA0077

কসবা-কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন মদন মিত্র। এবার সেই বিতর্কিত মন্তব্যের জেরেই কামারহাটির বিধায়ককে শো-কজ় করল তৃণমূল। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে মদন মিত্রকে। রবিবার সুব্রত বক্সী এই শো-কজ় নোটিস পাঠিয়েছেন তৃণমূল বিধায়ককে। তিন দিনের মধ্যে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে জবাব দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কসবাকাণ্ড নিয়ে মদন মিত্র যে মন্তব্য করেছেন, তাতে জনসমক্ষে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। গত ২৫ জুন দক্ষিণ কলকাতার কসবার একটি আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্র ও তাঁর দুই শাগরেদ জ়ইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতারও করা হয়। কসবার ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যে। সেই আবহেই শনিবার তৃণমূল বিধায়ক মদন মিত্র বেফাঁস মন্তব্য করে বসেন। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। কসবার ঘটনা নিয়ে কামারহাটির বিধায়ক বলেন, ‘‘ওই মেয়েটি যদি ওখানে না যেত, এই ঘটনা তো ঘটত না। যাওয়ার সময়ে যদি কাউকে বলে যেত, দু’জন বান্ধবীকে নিয়ে যেত, বাবা-মাকে নিয়ে যেত, তা হলে এটা ঘটত না। পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তেরা।’’ নির্যাতিতার উদ্দেশে মদন আরও বলেন, ‘‘আপনি তো ওদের চিনতেন। জানতেন এখন পরীক্ষা চলছে। কলেজ বন্ধ। কেউ নেই। আপনাকে বলা হয়েছিল, মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করা হবে। এটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? গেলেন যখন চারটে বন্ধু নিয়ে গেলেন না কেন? মা-বাবাকে নিয়ে গেলেন না কেন? আমাদের পার্টির কর্মীদের জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজ পুরো ফাঁকা, আপনি চলে গেলেন! এই পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তেরা’। মদন মিত্রের এই মন্তব্য নিয়েই বিতর্কের সৃষ্টি হয়। অস্বস্তিতে পড়ে তৃণমূল। তারপর রবিবারই তাঁকে শোকজ করা হয় দলের পক্ষ থেকে। রবিবার মদনকে শো কজ়ের যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, ‘‘কলকাতার কসবায় আইন পড়ুয়া ছাত্রীর প্রতি নিদারুণ ঘৃণ্য দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষ ভাবে দুঃখপ্রকাশ করেছে। কঠোর ভাবে ঘটনার নিন্দা করা হয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারে আপনার অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য আমাদের দলের ভাবমূর্তিকে যারপরনাই আঘাত করেছে। একইসঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’’ শোকজের জবাবে মদন মিত্র কি ব্যাখ্যা দেন, এখন সেটাই দেখার।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement