ভারতের র-এর পরবর্তী চিফ কে হবেন তা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। শনিবারই নতুন র-চিফের নাম ঘোষণা করলেন তারা। এই দায়িত্ব দেওয়া হল সিনিয়র আইপিএস অফিসার পরাগ জৈনকে। তিনি এবার থেকে র-এর দায়িত্ব সামলাবেন। ভারতের গোয়েন্দা বিভাগের এই বিশেষ দায়িত্ব এবার তুলে দেওয়া হল পরাগ জৈনকে।