দিনহাটা: নাজিরহাট ২ অঞ্চল তৃণমূলের নেতারা সালিশি সভার নামে টাকা তোলা বন্ধ করুন। বেশি সমস্যা হলে দুই পক্ষকেই আমার কাছে নিয়ে আসুন। দিনহাটার কেউ বলতে পারবে না যে আমি কারও কাছে টাকা নিয়েছি।’ দিনহাটার নাজিরহাটের ছোট গাড়ালঝোড়া সীমান্তে বুধবার বিকালে তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই দলের অঞ্চল নেতৃত্ব কে সতর্ক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দলের নাজিরহাট দুই অঞ্চল নেতৃত্ব নবীর উদ্দিন মিয়া, মদনমোহন বর্মন প্রমূখ। এদিন সীমান্ত গ্রামে ওই সভায় মন্ত্রী আরো বলেন,” তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে আমরা কারো জমি দখল করব না কিংবা কারও জমি দখলেও সাহায্য করব না। স্থানীয় তৃণমূল নেতৃত্বের জন্য বেশ কিছু ভোট নির্বাচনে বিজেপির দিকে যায়।”তৃণমূলের নাজিরহাট ২ অঞ্চল নেতৃত্বের বিরুদ্ধে মন্ত্রী উদায়নের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে। মন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন,”তৃণমূল নেতারা সালিশি সভার নামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এবং জমিতে ঝান্ডা লাগিয়ে টাকা নেওয়ার অভিযোগ কান পাতলেই শোনা যায়। আর এই টাকার ভাগ যায় ওই দলের সর্বস্তরের নেতাদের কাছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে স্বীকার করে নিয়েছেন তৃণমূলের আসল পরিচয় কি। এদিকে এ দিন মন্ত্রী সীমান্তের ওই এলাকায় গিয়ে স্থানীয় মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সেই সব সমস্যার সমাধানে আশ্বাস দেন। সেই এলাকাতেই দলীয় কর্মী সভায় উপস্থিত তৃণমূল নেতাদের এক প্রকার হুঁশিয়ারি দেন মন্ত্রী উদয়ন গুহ।









