বিশ্ব মাদকবিরোধী দিবসে দিনহাটা থানার পক্ষ থেকে সচেতনতা র্যালি

IMG-20250627-WA0023

দিনহাটা: বিশ্ব মাদকবিরোধী দিবসে মানুষকে সচেতন করতে দিনহাটা থানার পক্ষ থেকে সচেতনতা র‍্যালি বের হল। বৃহস্পতিবার দিনহাটা থানার থেকে ওই রেলি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন এই রেলি শহর পরিক্রমা কালে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, এস আই আশরাফ আলী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি সাহেবগঞ্জ ও সিতাই থানার পক্ষ থেকেও সচেতনতা রেলি স্থানীয় এলাকা পরিক্রমা করে। এদিন দিনহাটার বিভিন্ন থানার উদ্যোগে এই রেলি বিভিন্ন এলাকা পরিক্রমা কালে উপস্থিত ছিলেন মহাকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ছাড়াও সাহেবগঞ্জ থানার ওসি অজিত শা, সিতাই থানার আইসি দেবাঞ্জন দাস প্রমূখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক বিরোধী দিবসে মানুষকে সচেতন করতে এই রেলি বের হয়। মূলত বিশ্ব মাদকবিরোধী দিবসে সাধারণ নাগরিকদের সচেতন করবার উদ্দেশ্যে এই রেলির আয়োজনে বলে জানা গেছে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনহাটা থানা কর্তৃপক্ষ এই রেলির আয়োজন করে। মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানিয়েছেন, মাদক বিরোধী দিবস উপলক্ষে দিন র‍্যালি ছাড়াও বেশ কিছু ভিডিওর মাধ্যমে এর ক্ষতিকারক দিকগুলি তুলে ধরা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement