কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের জয়দেবপুর টাপু এলাকায় বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম বিহারী কুজুর(৪৫)। এদিন সকালে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। এরপর বিহারী কুজুরকে নৌকায় চাপিয়ে রায়ডাক নদীর পার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কুমারগ্রাম থানার পুলিশ স্বাস্থ্যকেন্দ্র থেকে মৃতদেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। এদিন জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এদিকে মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিহারী কুজুর মানসিক ভারসাম্যহীন ছিলেন।