ঘরোয়া ক্রিকেটে খেলতে চান না পৃথ্বী শ

IMG-20250623-WA0086

মুম্বই: যশস্বী জয়সওয়ালের পথে এবার পৃথ্বী শ। মুম্বইয়ের হয়ে আর ঘরোয়া ক্রিকেট খেলতে চান না ক্রিকেটার। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন জানিয়েছেন পৃথ্বী। পৃথ্বীর মুম্বই ছাড়তে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমসিএর এক কর্তা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘হ্যাঁ, পৃথ্বী অনাপত্তিপত্র চেয়ে আমাদের কাছে আবেদন করেছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’’ গত দু’মরসুমে বার বার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী। বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে ফিটনেস নিয়ে। চেনা ফর্মেও দেখা যায়নি তাঁকে। বাদ পড়েছেন দল থেকে। মুম্বইয়ের ক্রিকেটমহলে সমালোচিত হয়েছেন। শেষ পর্যন্ত মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পৃথ্বী। সম্ভবত ক্রিকেট কেরিয়ার বাঁচাতেই অন্য রাজ্যের হয়ে খেলার কথা ভেবেছেন তিনি। গত মরসুমে রঞ্জি দল থেকে বাদ পড়ার পর সুযোগ পান সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে। শ্রেয়স আয়ারের নেতৃত্বে সেই প্রতিযোগিতায় মুম্বই চ্যাম্পিয়ন হয়। কয়েকটি ম্যাচে ভাল খেলেন পৃথ্বী। তবে বিশৃঙ্খলার অভিযোগে বিজয় হজারে ট্রফির দলে তাঁর আর জায়গা হয়নি। সে সময় হতাশ পৃথ্বী সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘হে ঈশ্বর আমাকে আর কী কী দেখতে হবে? ৬৫টি ইনিংসে ৩৩৯৯ রান করেছি। গড় ৫৫.৭। স্ট্রাইক রেট ১২৬। এর পরও আমি যথেষ্ট ভাল নই। তবে ঈশ্বরের প্রতি আস্থা রয়েছে। আশা করি মানুষ আমাকে বিশ্বাস করেন। আবার ফিরে আসব। ওম সাই রাম।’’ মুম্বই ছাড়তে চাইলেও পৃথ্বী কোন দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে চান, তা জানা যায়নি। কিছু দিন আগেই মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী। শোনা গিয়েছিল, মুম্বই ছাড়তে পারেন সূর্যকুমার যাদবও। যদিও সূর্যকুমার নিজেই সেই খবর উড়িয়ে দিয়েছিলেন। আগেই মুম্বই ছেড়ে গোয়ায় চলে গিয়েছেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরও। একের পর এক ক্রিকেটারের মুম্বই ছাড়তে চাওয়া নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement