ডুরান্ড কাপ খেলতে ছয় আইএসএল ক্লাব আগ্রহী নয়। আইএসএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ছয় আইএসএল ক্লাব তাদের প্রাক মরশুম প্রস্তুতি বাতিল করে দিয়েছে। এখনও পর্যন্ত ডুরান্ড কাপের সূচিও প্রকাশ করতে পারেনি ডুরান্ড কমিটি। চেন্নাইয়িন এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসির মতো ক্লাব প্রাক মরশুম প্রস্তুতি বাতিল করার পাশাপাশি ডুরান্ড খেলতেও আগ্রহী নয় বলে জানিয়ে দিয়েছে। এখন আইএসএলের ভবিষ্যৎ নিয়ে কী হয় সেই ঘোষণার দিকে তাকিয়ে আছে ক্লাবগুলো। এমন পরিস্থিতিতে আগামী মরশুমের জন্য চূড়ান্ত হয়ে যাওয়া লেফট ব্যাক জয় গুপ্তাকেও এখনই সই করাচ্ছে না ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ হয়নি। আইএসএল কবে থেকে শুরু হবে তা জানা যায়নি। ভারতীয় ফুটবলের সূচি চূড়ান্ত না হওয়ার জন্য এখনই জয়কে সই করিয়ে নিতে চাইছেন না লাল-হলুদ কর্তারা। তবে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। সূচি জানতে পারলেই জয়কে সই করিয়ে নেবেন তাঁরা।










