রাঙাপানিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

Screenshot_20250623_155624_Facebook

শিলিগুড়ি: সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কপালে পড়ল রাঙাপানি। ১৮ চাকার একটি লরি বেপরোয়া ভাবে চালিয়ে আহত করল একজনকে। তারপরে ওই লরিটি একটি গর্তের মধ্যে পড়ে যায়। সেখানেই আটকে পড়েন চালক। বিকট সবচেয়ে চারদিক থেকে ছুটে আসেন সাধারণ মানুষ এবং স্থানীয় কিছু দোকানদার। খবর দেওয়া হয় দমকল কে। স্থানীয় মানুষের অভিযোগ ওই রাস্তা দিয়ে শুধু ১৮ চাকার লরি কেন, বেপরোয়া ভাবে চলাচল করে অনেক গাড়ি। যার ফলে ঘটে যায় ছোট এবং বড় সব ধরনের দুর্ঘটনা। বারবার বলা হলেও প্রশাসনের তরফ থেকে সেভাবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলে ক্ষোভ আছে সাধারণ স্থানীয় মানুষের। তারা জানিয়েছেন ওই সব রাস্তা এখন ব্যস্ত এলাকা, ও মানুষ যাতায়াত করেন তবে সবথেকে বেশি বিপদজনক অবস্থা তৈরি হয়, সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের মধ্যে এই ঘটনা যে সময় হোক বড় আকারে চলে আসতে পারে। এই ঘটনার পরে পথ অবরোধ করে ফেলেন সাধারণ স্থানীয় মানুষ। দীর্ঘক্ষণ ধরে আটকে পড়ে যানবাহন চলাচল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement