কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার

IMG-20250615-WA0016

রবিবার সকালে কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। সূত্রে খবর, কেদারনাথ ধামের কাছে গৌরীকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ভোর ৫টা নাগাদ ৫ জন যাত্রী ও পাইলটকে নিয়ে গুপ্তকাশীর পথে ওড়ে কপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরই তা নিচে নামতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে ৫টা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নামে এনডিআরএফ এবং এসডিআরএফ।
এদিকে লিকপ্টার ভেঙে পড়ার পরে কড়া পদক্ষেপ নিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। উত্তরাখণ্ড জুড়ে হেলিকপ্টার চলাচলের ক্ষেত্রে এসওপি (স্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) জারি করছে তাঁর দফতর। এ ছাড়াও হেলিকপ্টারের যান্ত্রিক খুঁটিনাটি খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন ধামি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement