লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল প্রতি বছর লর্ডসে হওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন রোহিত শর্মা এবং প্যাট কামিন্স।
গত বার ফাইনালে ওঠা দুই দলের অধিনায়কের বক্তব্য ছিল, প্রতি বার একটি নির্দিষ্ট মাঠে ফাইনাল আয়োজন ঠিক নয়। কিন্তু তাঁদের মতামতকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাধিকবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। তবু আগামী তিনটি ফাইনালও হতে পারে ইংল্যান্ডে। কামিন্স গত বার ফাইনালের পর বলেছিলেন, ‘‘এ বার যারা চ্যাম্পিয়ন হবে, পরের ফাইনাল সেই দেশে আয়োজন করা যেতে পারে। বা অন্য কিছুও ভাবা যেতে পারে। বিকল্প বা পরিবর্তন দরকার। যদিও লর্ডস খুবই ভাল জায়গা।’’ রোহিত বলেছিলেন, ‘‘আইপিএলের পর কেন প্রতি বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে? এই ম্যাচটা মার্চেও করা যেতে পারে। আমরা কেন শুধু জুন মাসেই ফাইনাল খেলব? ম্যাচটা বছরের যে কোনও সময়, বিশ্বের যে কোনও মাঠে হতে পারে। শুধু ইংল্যান্ডে কেন খেলা হবে। অন্য দেশেও হোক।’’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বার বার ইংল্যান্ডে হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেটারদের মধ্যেই। এই সুযোগ কাজে লাগাতে চায় বিসিসিআই। আইসিসির কাছে টেস্ট বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি জানাতে চলেছেন বিসিসিআই কর্তারা।