দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে জরুরী বৈঠকে সাংসদ কীর্তি আজাদ

IMG-20250614-WA0055

দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এক জরুরী বৈঠকে মিলিত হলেন তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও দুর্গাপুর বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ এছাড়া ও উপস্থিত ছিলেন আই এন টি টি ই উ সির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। বৈঠকের শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান শ্রমিক স্বার্থ ও নিরাপত্তার স্বার্থে আজকের এই বৈঠক খুব শিগ্রি সারা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যেকোনো শ্রমিকরা ট্রেড ইউনিয়নের মূল সেলে অভিযোগ দায়ের করতে পারেন।এজন্য শহর জুড়ে বোডিং লাগিয়ে হেল্প লাইন নাম্বার দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য ইতিমধ্যেই ট্রেড ইউনিয়নের কোর কমিটি শিল্প কারখানাগুলোতে শ্রমিক প্রতিনিধি হিসেবে কাজ করছে।
কেন্দ্রীয় সরকারের দুর্গাপুর ইস্পাত কারখানা ও এলোয় স্টিল প্লান্টে বায়োমেট্রিক ব্যাবস্থা চালু হবে ঠিকা শ্রমিকদের জন্য, ঠিকা শ্রমিকদের পাকা নিয়োগ পত্রে দেওয়ার ব্যাপারেও ইস্পাত ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিকা সংস্থাগুলির কাছে আবেদন জানানো কথা বলবৎ করার জোরালো আবেদন জানানো হয় আইএনটি টি ইউ সির পক্ষ থেকে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement