জলপাইগুড়ি রোড এক্সপ্রেস চালু

IMG-20240717-WA0003

জলপাইগুড়ি: শিয়ালদহ-জলপাইগুড়ি রোড এক্সপ্রেস শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় উত্তরবঙ্গের যাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। উদ্বোধনী ট্রেনটি দুপুর ২:০০ টায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে যায়।
জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জলপাইগুড়ি রোড থেকে এই পরিষেবার সূচনা করেন।
খবর অনুসারে, পরের দিন ভোর ৪:০০ টায় শিয়ালদহ পৌঁছানোর কথা রয়েছে বিশেষ ট্রেনটি। ২০ জুন থেকে ট্রেনটির নিয়মিত চলাচল শুরু হবে। এক্সপ্রেসটিতে ২২টি কোচ রয়েছে।
ট্রেনটি শিয়ালদহ পৌঁছানোর আগে পথে বেশ কয়েকটি স্টেশনে থামবে, যার মধ্যে রয়েছে এনজেপি, আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই জংশন, শামসি, মালদা টাউন, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট জংশন এবং নৈহাটি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement