স্ত্রীকে খুনের দায়ে ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

IMG-20250613-WA0034

দিনহাটা: শিশুদের সামনেই স্ত্রীকে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিনহাটা আদালত। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক রমেশ কুমার প্রধান এই রায় ঘোষণা করেন। এই মামলার সরকারি আইনজীবী তাহেরুল ইসলাম জানিয়েছেন, ২০২২ সালের ৩ নভেম্বর রাতে তফিকুল মিয়া তার স্ত্রী কবিলা বিবিকে গলা টিপে হত্যা করে। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। গত তিন বছর ধরে বিচার চলার পর এ দিন বিচারক ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাস জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, ঐদিন গভীর রাতে নিজের শিশুদের সামনেই স্ত্রীকে খুন করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় একটানা কয়েক বছর মামলা চলার পর এদিন রায় ঘোষণা করেন বিচারক। বিচারক প্রায় ঘোষণা করতেই ভেঙ্গে পড়েন অভিযুক্ত কারাদন্ড প্রাপ্ত ব্যক্তি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement