রাজ্য শিক্ষা দফতরে নতুন করে ছুটি ঘোষণা

IMG-20250613-WA0072

দিনহাটা: গত কয়েকদিন ধরে শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই অবস্থায় গত কয়েকদিনে দিনহাটার বিভিন্ন এলাকায় প্রাথমিক স্কুলে বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এবার বামনহাট হাইস্কুলে ক্লাস চলাকালীন একসাথে চার জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ল। বৃহস্পতিবার দিনহাটার বামনহাট হাইস্কুলে ক্লাস চলাকালীন পঞ্চম শ্রেণীর কমলিকা বর্মণ, অষ্টম শ্রেণীর নন্দিনী বর্মণ, নবম শ্রেণীর ডোনা বর্মণ এবং দ্বাদশ শ্রেণীর হাসিনাড়া খাতুন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে নবম শ্রেণীর ডোনাকে প্রথমে বামনহাট স্বাস্থ্য কেন্দ্রে পরে সেখান থেকে চিকিৎসক দিনহাটায় স্থানান্তর করে। এছাড়াও বাকি তিনজন বামনহাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তাস চলাকালীন প্রচন্ড গরমে এই ছাত্রীরা প্রথমে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে একজন অচৈতন্য হয়ে পড়ে। তড়িঘড়ি তাদের প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রধান শিক্ষক অশোক রায় জানিয়েছেন, এ দিন ক্লাস চলাকালীন বিভিন্ন ক্লাসের চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শুক্রবার থেকে স্কুল দু’দিনের ছুটি ঘোষণায় ভাল হয়েছে। আবহাওয়া যদি কিছুটা ভাল হয় সেক্ষেত্রে সোমবার থেকে স্কুল খুললে কিছুটা হলেও রক্ষা পাবে ছাত্র ছাত্রীরা। আর তা না হলে রাজ্য শিক্ষা দফতর কে নতুন করে ভাবতে হবে ছুটির বিষয়টি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement