আগামী কয়েকদিন বৃষ্টি হবে দক্ষিণের জেলায়, কমবে তাপমাত্রা

IMG-20250611-WA0055

গরমের দাপটে চরম অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। একদিকে চড়া রোদ আর তার সঙ্গে আরও অস্বস্তি বাড়িয়েছে আর্দ্রতা। দক্ষিণের প্রায় সব জেলাতেই হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।  তবে ২০  জুনের মধ্যে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে।  সামনের এই ক’দিনের জন্যও  সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামনের বেশ কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। সঙ্গে এও জানানো হয়েছে, বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। শুধু দক্ষিণবঙ্গ নয়, এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে আগামী কয়েক দিনে তাপমাত্রাও কমতে পারে। আর এই বৃষ্টি হলে গরম থেকে স্বস্তি মিলবে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।  এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার পর্যন্ত বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, আবার কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো বাতাসও। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উইকেন্ডে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় নের তাপমাত্রার কোনও হেরফের হবে না। এরপর ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা।  উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। এরপরে ৪ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে পারে। আলিপুর আবাহওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ o সেলসিয়াস, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ o সেলসিয়াস, মঙ্গলবার সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement