ডোমজুড় পর্ন-কাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। একইসঙ্গে তিন দিনের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। পর্ন-কাণ্ডে মঙ্গলবার রাতে জাতীয় মহিলা কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয় যে, ‘এই বর্বর ও পশুসুলভ আচরণ কোনও সভ্য সমাজে সহ্য করা যায় না। আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।’এদিকে সূত্রে খবর, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমারকে চিঠি দিয়েছেন। চিঠিতেযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় উপযুক্ত ধারায় দ্রুত মামলা রুজু করে গ্রেপ্তার করতে হবে বলে আর্জি জানানো হয়েছে।