মুম্বই: ‘দ্য তাশকন্ত ফাইলস’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর পরিচালনায় আসার কথা ছিল ‘দ্য দিল্লি ফাইলস’-এর। তবে ছবি মুক্তির আগেই বদলে গেল নাম! ছবির বর্তমান নাম হল ‘দ্য বেঙ্গল ফাইলস’। মঙ্গলবার বিবেক অগ্নিহোত্রী ছবির একটি পোস্টার সমাজমাধ্যমে ভাগ করে লেখেন, ‘বড় ঘোষণা: দ্য দিল্লি ফাইলস এখন দ্য বেঙ্গল ফাইলস। টিজার আসছে বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, দুপুর ১২টায়। ৫ সেপ্টেম্বর ২০২৫ এ মুক্তি পাচ্ছে বড় পর্দায়।” ওই পোস্টারে দেখা যাচ্ছে, ছবির পুরো নাম ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’। আগে এর নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস- দ্য বেঙ্গল চ্যাপ্টার’। মুম্বই সংবাদমাধ্যমকে নাম বদলের কারণ জানাতে গিয়ে বিবেক বলেন, “প্রথম এবং প্রধান কারণ হল ছবিটি বাংলা সম্পর্কিত। আমরা যখন প্রকল্পটি তৈরি করতে শুরু করি, তখন আমরা ভেবেছিলাম যে আমরা দিল্লি ফাইলস নামে একটি চলচ্চিত্র এবং দ্বিতীয়টি বেঙ্গল চ্যাপ্টারের আদলে দুটি অংশের প্রকল্প করব। কিন্তু তারপর অনেকেই ছবির নাম পরিবর্তন করতে অনুরোধ করেন।তখনই মনে হয়, এটা করা উচিৎ। নয়তো দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে না।পরিচালকের এই ছবির নাম পরিবর্তনের একটা বড় কারণ হতে পারে ছবিতে বাঙালি তারকাদের আধিক্য। জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী-সহ একাধিক অভিনেতা। এছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসদের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।