ক্রমেই প্রশাসনের কপালে ভাঁজ ফেলছে দেশের করোনা পরিস্থিতি। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে সংক্রমণ। পাঁচ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা-সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ৫৩৬৪-এ। শুক্রবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। একইসঙ্গে এও জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় চার জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন কেরলের, দুইজন কর্ণাটকের ও একজন পঞ্জাবের বাসিন্দা। এঁদের প্রত্যেকেরই বয়স ৬৫-র বেশি। পাশাপাশি স্বস্তির খবর এটাই, বিভিন্ন রাজ্যে ৪,৭২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল বা হোম আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে এও জানানো হয়েছে, কেরলে সর্বোচ্চ আক্রান্ত রাজ্য, যেখানে ১,৬৭৯ জন করোনা রোগী রয়েছে। এর পর রয়েছে গুজরাত (৬১৫), পশ্চিমবঙ্গ (৫৯৬) এবং দিল্লি (৫৬২)। দিল্লি স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লিতে ৫ শতাংশ পজিটিভিটি রেটের সঙ্গে ১২৪ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা ৫৮ জন বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছেন ৫৯৬-এ।
তবে করোনা সংক্রমণে উদ্বেগ বাড়লেও চিকিৎসকদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের ভয়াবহ স্মৃতির ৩ বছর পর দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা।